ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৫ - ২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

সাভারে এক হাজার পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেট: Sunday, February 16, 2025 - 12:19 pm

ইউসুফ আলী খান।। ঢাকার সাভারে বিরুলিয়ায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টা ৪০ মিনিটের সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাতে সাভারের বিরুলিয়া এলাকা থেকে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন-কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি’রা হলো: ঢাকা জেলার সাভার উপজেলার ১ নং কলমা ফরিদবাড়ী এলাকার মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে মো. রুবেল আহমেদ জীবন (২৭), একই এলাকার মোঃ আবুল কালাম এর ছেলে মো: সুমন হাওলাদার শাওন (২০)।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন আরোও বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, সাভারের বিরুলিয়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মহরম আলী স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।