ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

সাভারের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও কর্মী সভা

  • আপডেট: Thursday, February 20, 2025 - 2:07 pm

এইচ এম সাগর, সাভার।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আলোচনা সভা-লিফলেট বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান অতিথি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনের জন্য পাড়া মহল্লায় আপনারা প্রস্তুতি নেন ও রাষ্ট্র মেরামতের জন্য দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার করার জন্য প্রচার-প্রচারণা করেন। তিনি আরো বলেন, আগামীতে দেশ চলবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এবং আগামীতে সরকার গঠিত হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের জন্য বেকার ভাতা, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডসহ জনগণের জীবন মান-উন্নয়নে কাজ করবে বিএনপি সরকার। কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো: মুরাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো: মহিউদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো: আব্দুল আজিজ, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সিঃ সহসভাপতি আঃ রহমান খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্বাস খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল পাশা, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক রতন শেখ, আইয়ুব আলী কুটি, সভাপতি তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিকদল বিএনপি, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রাজু আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: ইসমাইল হোসেন সিরাজী, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, জহিরুল ইসলাম জহির, সিনিয়র সহ-সভাপতি বিএনপি ৬ নং ওয়ার্ড ও সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল তেঁতুলঝোড়া ইউনিয়ন, তাজুল ইসলাম তাজু, যুবদল সভাপতি ৬ নং ওয়ার্ড, মোহাম্মাদ আলী, সভাপতি ৬ নং ওয়ার্ড শ্রমিক দল, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিএনপির মহিলা নেত্রী তাসলিমা বেগমসহ অসংখ্য নেতা কর্মীরা। শেষে সাধার মানুষের মাঝে রাষ্ট্র মেরামতের জন্য দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেণ নেতা-কর্মীরা।