সাব এডিটর(ওয়েব) নিয়োগ দেবে জাগো জনতা

নিয়োগ বিজ্ঞপ্তি —
জাগো জনতা ডেস্ক
পদবি : সাব-এডিটর
পদ সংখ্যা : ১
কাজের ধরন : ফুল টাইম
ডিপার্টমেন্ট : ওয়েব
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল : বান্দরবান
দায়িত্বসমূহ:
• নিউজ সংগ্রহ, লেখা, সম্পাদনা ও সমন্বয় করা,
• যে কোনো ব্রেকিং নিউজ দ্রুত লিখতে পারা এবং নিউজ তৈরি করা;
• সারা দেশের যে কোনো ঘটনার সংবাদ বিশ্লেষণ তৈরি করা;
• ডেস্কের কাজে সমন্বয় করা। শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
• অনলাইন সাংবাদিকতা, সামাজিকমাধ্যম ব্যবস্থাপনা, সামাজিকমাধ্যম কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অবহিত থাকা;
• আকর্ষণীয় শিরোনাম তৈরি ও ছবি সম্পাদনায় (ফটোশপ) পারদর্শী হতে হবে;
• পাঠকের চাহিদা অনুযায়ী ভালো কনটেন্ট তৈরির ধারণা থাকা;
• সারাদেশের ঘটমান বিষয়ে সচেতন থাকা;
• সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি থাকা;
• অনলাইন ও আইটি সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক ধারণা থাকা।
অভিজ্ঞতা: ১ বছর।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ এর মধ্যে [email protected] সিভি পাঠাতে হবে।