ঢাকা | এপ্রিল ৯, ২০২৫ - ১২:৪৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, November 29, 2023 - 1:43 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

 গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশী দুলা মিয়ার জানাজায় অংশগ্রহণ করতে যান খোকন মিয়া। জানাযা থেকে বাড়ি ফিরে দেখেন তার ছেলে সালমান মিয়া (২) পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, প্রতিবেশী দুলা মিয়া নামের মৃত ব্যক্তির জানাজা-দাফনে গিয়েছিলেন খোকন মিয়া। এরই মধ্যে তার ছেলে সালমান মিয়া সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির উত্তরপাশের পুকুরের পানিতে সালমানকে ভাসতে দেখা যায়। মুহূর্তে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু প্রতিনিধিকে বলেন, বুজরুক রুহিয়া গ্রামে পানিতে পড়ে সালমান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।