সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
মেট্রো অনলাইন।। ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শুক্রবার সকাল পৌনে ১০টায় এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম।
এর আগে বৃহস্পতিবার রাত ৩টা থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে পদ্মা নদীর মাঝখানে যাত্রী ও যানবাহনসহ দুটি ফেরি, পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়।
এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পাড়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব কমে আসায় দৃশ্যমানতা স্বাভাবিক হলে আজ শুক্রবার ১০টায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে। বর্তমানে অপেক্ষমাণ যানবাহনগুলো ধারাবাহিকভাবে পারাপার হচ্ছে।
উল্লেখ্য, শীত মৌসুমে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায়ই পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এতে নিয়মিত যাত্রী ও পরিবহন খাতে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











