সাজেক অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধি।
বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে।
বুধবার, ২৮ জানুয়ারি সাজেক অদিতি পাবলিক স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, ক্যাপ্টেন মোঃ শাহনেওয়াজ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা,সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাঘাইহাট জোনের আওতাধীন অদিতি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। বাচ্চাদের পড়াশোনার মান উন্নত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠাবেন। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।











