ঢাকা | নভেম্বর ১৩, ২০২৪ - ৪:৩৬ পূর্বাহ্ন

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট: Wednesday, November 6, 2024 - 6:49 pm

জাগো জনতা অনলাইন : বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ অবস্থায় তার বাংলাদেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

 

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্দেশে সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সম্প্রতি তদন্ত শেষে তার সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।

ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় তিনি ছিলেন দেশের বাইরে। এমনকি এ ঘটনায় তিনি ছাত্রদের পক্ষে কোনো মন্তব্যও করেননি। আন্দোলন চলাকালে তার নীরবতাকে পতিত সরকারের প্রতি সমর্থন হিসেবে মনে করেছেন আন্দোলনকারীরা।

ধারণা করা হচ্ছিল, ৫ আগস্টের পরই সাকিবের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু ক্রিকেটার সাকিবের প্রতি সম্মান দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বাইরে থেকেই তাকে জাতীয় দলে খেলতে সুযোগ দেওয়া হয়। পাকিস্তান ও ভারতে দলের হয়ে টেস্ট সিরিজ খেলেন তিনি। এরপর ভারতের কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শুরুতে সাকিব আল হাসানের দেশে আসার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে সিরিজের আগে ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই এসেও দেশের বিমান ধরতে পারেননি। তাকে সরকারের উপর মহল থেকে দেশে না ফিরতে নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, তার দেশে আসা ঠেকাতে সাকিব বিরোধীরা মিরপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ শুরু করে। অন্যদিকে ম্যাচের আগের দিন সাকিবের ভক্তরা অবস্থান নেয় স্টেডিয়ামের সামনে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিরপুর রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে দলে রাখেনি বিসিবি। জানা গেছে, সাকিবকে জাতীয় দলে রাখা হলেই তাকে দেশে ফেরানোর দাবি তুলবে তার ভক্তরা। সেটি হলে ফের দেশে অশান্তি তৈরি হবে। শুধু তাই নয়, বিপিএলে তাকে খেলার সুযোগ করে দিলেও তার নিরপত্তা দেওয়া হবে বিসিবির অন্যতম মাথাব্যথার কারণ। তখন ৭ দলের দেশি-বিদেশি ক্রিকেটারদের নিরাত্তার মাঝে একা সাকিবকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও কঠিন হয়ে পড়বে। এ কারণে তার দেশে এসে কিংবা দেশের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্যদিকে জানা গেছে, এসব জটিলতার পর সম্প্রতি ব্যাংক হিসাব জব্দ হওয়ায় সাকিব আল হাসান নিজেও আর দেশে হয়ে খেলতে চান না।