ঢাকা | মে ২৯, ২০২৫ - ৭:২৬ পূর্বাহ্ন

সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান ও  সম্পাদক মনিরুল 

  • আপডেট: Monday, May 26, 2025 - 5:10 pm

চট্টগ্রাম প্রতিনিধি।। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং-২৩৮৪ এর কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

২৫ মে (রবিবার) সকাল সাড়ে ৮টা হতে দুপুর ২টা পযন্ত ভোট সংগ্রহ চলে, মোট ভোটার সংখ্যা ১৩৪ টি। প্রাপ্ত ভোটার সংখ্যা ১৩৩ টি। নির্বাচনে ১৩ টি পদে মোট ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট সংগ্রহ শেষ নির্বাচন কমিশনার মো. মুন্সি মিয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে গোলাপ ফুল প্রতীক মো. ইকবাল হাসান ও দোয়াত কলম প্রতীক মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন। অবশিষ্ট ১১ পদে যারা বিজয় লাভ করেন- (ক) মোহাম্মদ সেলিম সহ-সভাপতি, (খ)  মোহাম্মদ হেলাল সহ-সভাপতি মোঃ মুনছুর আলম সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ মনির হোসেন সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ মোঃ আকতার হোসেন,  সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল সাংগঠনিক, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আলম ভুট্টো, প্রচার সম্পাদক মোঃ বাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, কার্যকরী সদস্য মোহাম্মদ ফয়েজ আলী ও মোঃ কাঞ্চণ মিয়া।
এদিকে নির্বাচনের আগের দিন ২৪মে সন্ধ্যা সাধারণ সম্পাদক পদ প্রার্থী মনিরুল ইসলামকে নগরীর ইপিজেড থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। ২৫ মে তাকে আদালতে চালান দেওয়া হলে আদালত তাকে জেলে পাঠিয়ে দেন জেলে থেকেও বিপুল ভোটে বিজয় লাভ করে ।