সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি।
সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাত-এর ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা নিয়মিতভাবে হামলার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
মানববন্ধনে বান্দরবান প্রেসক্লাবের সহসভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, যমুনা টিভির জেলা প্রতিনিধি বাটিং মারমা, এখন টিভির জেলা প্রতিনিধি রিজভী রাহাতসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।