ঢাকা | নভেম্বর ১৬, ২০২৫ - ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিকতা হতে হবে জনকল্যাণমুখী; ঈদগাঁওতে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • আপডেট: Sunday, November 16, 2025 - 8:03 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. ছরওয়ার সিফা।

সভায় সিনিয়র সহ-সভাপতি এম. শফিউল আলম আজাদসহ সংগঠনের নেতৃবৃন্দ সদস্য বৃদ্ধি, পূর্ণাঙ্গ কমিটি গঠন, অফিস স্থাপন, বার্ষিক ভ্রমণের আয়োজন এবং সদস্যদের অভিন্ন পোশাক প্রদানের মতো বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। আলোচনায় অংশ নেন সাংবাদিক গিয়াস উদ্দিন, এনামুল হক, রাশেদুল আমির চৌধুরী, মনজুর আলম প্রমুখ।

সভায় বলা হয়, আলু, ডাল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম কমলেও স্থানীয় কিছু হোটেলে চা, সিংগারা, সমুচা, আমিত্তি, জিলাপিসহ খাবারের দাম কমেনি—যা সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। হোটেল মালিকরা বিষয়টি সমন্বয় না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় হোটেল মালিকরা তাদের খাবারের মান অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণ করবেন।