সরই ইউনিয়ন পরিষদের দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা

বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অনুপস্থিত। চেয়ারম্যানের এই অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখতে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের ১৯ আগস্ট ২০২৪ তারিখের পরিপত্র, উপজেলা নির্বাহী অফিসার (লামা) এর ২৭ এপ্রিল ও ২৪ আগস্ট ২০২৫ তারিখের স্মারক এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ এর আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে উপজেলা কৃষি কর্মকর্তাকে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রতিনিধি অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।