ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১:৩১ অপরাহ্ন

শিরোনাম

সদরঘাটে গাঁজাসহ তিনজন আটক 

  • আপডেট: Thursday, December 5, 2024 - 3:31 pm

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতার যারা হলেন-মো.মেহেদী শেখ (২৪),মো.রাজু সিকদার (২২) ও স্বপন গাজী (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৪০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার ( ৪ ডিসেম্বর ) সকাল সাড়ে সাত ঘটিকায় সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, সদরঘাট টার্মিনালের ৪নং গেট এলাকার টোল আদায়ের সিঁড়ির নিচে কয়েকজন মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজি করা হয়। তারা ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সদরঘাট এলাকায় বিক্রি করতো। আদালতের মাধ্যমে তাতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।