ঢাকা | অক্টোবর ২২, ২০২৫ - ৭:২৪ অপরাহ্ন

শিরোনাম

সড়ক দুর্ঘটনায় কোনো পরিবারের সারাজীবনের কান্না না হয় – বিভাগীয় কমিশনার

  • আপডেট: Wednesday, October 22, 2025 - 5:09 pm

কামাল পারভেজ, চট্টগ্রাম।

একটি সড়ক দুর্ঘটনায় কোনো পরিবারের সারাজীবনের কান্না না হয়—সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে, পারিবারিকভাবে শিক্ষা তৈরির জন্য সচেতন নাগরিকদের কাজ করার আহ্বান জানান ‘নিরাপদ সড়ক চাই’। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এ কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডিসি-ট্রাফিক দক্ষিণ মো. লিয়াকত আলী খান, উপ-পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহিম, উপ-পুলিশ সুপার (কুমিল্লা হাইওয়ে) কীর্তিমান চাকমা, মোরশেদুল আলম কাদেরী, মহাসচিব জেলা পরিবহন মালিক গ্রুপ, বাস মিনিবাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহমেদ, বিএনসিসি থেকে ক্যাডেট মিম, রোভার স্কাউট আল মেহমান প্রমুখ।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মো. মাসুদ আলম, পরিচালক বিআরটিএ। সড়ক নিরাপত্তা সম্পর্কিত বর্তমান স্থিরচিত্র (স্লাইড শো) বিষয়ে উপস্থাপনা করেন বিআরটিএ’র উপ-পরিচালক প্রকৌশলী কে. এম. মাহবুব কবির।

‘নিরাপদ সড়ক চাই – ২০২৫’-এর এবারের প্রতিপাদ্য “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বক্তারা বলেন, ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হলে এখন থেকেই প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির পাঠ্যবই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিষয়টি সংযুক্ত করতে হবে। সড়কে থাকা ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেগুলো তুলে দিয়ে মানসম্মত গণপরিবহন ও আন্তঃজেলা পরিবহনের ব্যবস্থা করতে হবে। ড্রাইভারদের জন্য আলাদা ট্রেনিং স্কুল তৈরি করতে হবে।

অনুষ্ঠানের মাধ্যমে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৯ পরিবারের কাছে ৩৯ লাখ টাকার চেক দেওয়া হয়।