ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

সকাল না হতেই ৩০০ ফিটে আসছে বিএনপির নেতা-কর্মীরা

  • আপডেট: Thursday, December 25, 2025 - 9:33 am

নিজস্ব প্রতিবেদক।। পূর্বাচল ৩০০ ফিটে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে সকাল থেকেই অবস্থা করছে বিএনপির নেতা কর্মীরা। এছাড়াও অনেক রাত থেকে সেখানে অবস্থান করছে। কেউ কেউ সকাল না হতেই পায় হেঁটে গাড়ি যোগে সেখানে উপস্থিত হচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল আটটার এই দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা–কর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বদেশে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) এদিন সকালেই বিএনপির নেতা–কর্মীদের ভিড় দেখা গেছে। সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন তাঁরা।