ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

শোবিজের নবাগত অভিনয় শিল্পী মাসুদ রানা, পেশায় একজন দন্ত চিকিৎসক

  • আপডেট: Tuesday, October 1, 2024 - 7:11 pm

সানজিদা আক্তার শবনম।। সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন এই মডেল অভিনেতা। শোবিজের নতুন মুখ হলেও,কাজ করে যাচ্ছেন বিরামহীন ভাবে। নাটকেট পাশাপাশি করে যাচ্ছেন মডেলিং। তাই ফিটনেস নিয়েও থাকেন সচেতন।

ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন, পেয়েছেন দর্শকদের প্রশংসা।

এ অনুভূতি সর্মপকে প্রশ্ন করা হলে, তিনি বলেন,অভিনয় আমার শখ,কিন্তু শখ হলেও অভিনয়কে প্রফেশনালী নিতে চান তিনি। ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করতে চান এই অভিনেতা।

তিনি আরো বলেন, টাকা পয়সার জন্য অভিনয় করি না, করি ভালো লাগা ও ভালো বাসা থেকে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। বাংলা ভিশনে অশিক মাহমুদ রনির পাগলা হাওয়া, বৈশাখী টেলিভিশনে, আকাশ রঞ্জন দাদার রসের হাড়ি, শিক্ষা বানিজ্য,
বৌ শাশুড়ী, ও ক্ষ্যাপা ডাক্তার। সব শেষে রিলিজ হয় আক্তারুজ্জামান ভাই এর টেলিফিল্ম ফিরে এসো তুমি।