শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
জাগোজনতা অনলাইন : আগামী সপ্তাহ নাগাদ শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে অফিস। একই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা কমে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ১৯ ডিসেম্বরের পর চলমান শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ হানা না দিলেও তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রির ঘরে।
তবে গত বছরের মতো এবার ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা ৩-৪ ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে।