ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

শেষ পরীক্ষা দেয়া হলো না কলেজছাত্র রাশেদের, সড়কে ঝরল প্রাণ

  • আপডেট: Thursday, November 20, 2025 - 11:14 pm

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের শেষ পরীক্ষা দিতে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দুই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

নিহত রাশেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, আজ অনার্স দ্বিতীয় বর্ষের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় থেকে সকাল সাড়ে ৮টায় সিএনজি অটোরিকশা নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে যাওয়ার সময় রানীরহাট ঠান্ডাছড়ি ছাইরীবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল ঘটনাস্থলেই নিহত হয়। তার আরও দুই বন্ধু আনছারুল করিম ও নাইমুল ইসলামকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাদের রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।