ঢাকা | অক্টোবর ১৪, ২০২৫ - ১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 11:04 am

সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতা আবুল কালাম বিশ্বাস নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুরের ছনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বোনের জামাই খোরশেদ আলম। তিনি জানান, ‘দুর্ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে, কেউ বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়’।

পরিবার ও স্থানীয়রা জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগার ফলেই এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালাম বিশ্বাস স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নিহত আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাবেক আমির এবং বর্তমানে উপজেলা নায়েবে আমির ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ছিলেন।

শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত। নিহতের ছেলের সাথে কথা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ভিপি আইনুল হক, জেলা জামায়াতের আমির প্রিন্সিপাল মাওলানা শাহীনূর আলম, জেলা নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা আলী আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রায়গঞ্জ-তাড়াশ আসনের প্রার্থী ড. অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের আমির আলী মূর্তজা, সেক্রেটারি এম মনছুর আলী, সাবেক সেক্রেটারি খোরশেদ আলম এবং ধামাইনগর জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তারা মরহুমের রূহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

তাঁর মৃত্যুতে রায়গঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমাজ এবং স্থানীয় বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।