ঢাকা | জুলাই ২০, ২০২৫ - ১০:৫৬ অপরাহ্ন

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

  • আপডেট: Sunday, July 20, 2025 - 4:52 pm

জাগো জনতা অনলাইন।। ফেব্রুয়ারিতে দেশে জনগণের সরকার নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার পর পোড়ানোর প্রসঙ্গে টেনে তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। তাদের বিচার করাই আমাদের প্রথম কাজ।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ কর্মসূচি আয়োজন করে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।

বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার নির্বাচিত করতে পারব। সেই সরকার শহীদদের মূল্যায়ন করবে ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’

শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি তহবিল করা হবে জানিয়ে তিনি বলেন, ‘শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা দলের পক্ষ থেকে একটি তহবিল করব। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে সহায়তার কাজ শুরু করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভিন্নমত ও বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে; কেউ সমাজতন্ত্রে। সবগুলো মিলিয়ে একটি রেইনবো রাষ্ট্র নির্মাণ করতে খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। বর্তমানে সংস্কারের যেসব প্রস্তাব আসছে, প্রতিটি ২০২২ সালে দিয়েছিল বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ চাই। পরিবর্তন চাই। আমরা আর দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতন চাই না। মানুষ যেন স্বাধীনভাবে স্বস্তি নিয়ে চলতে পারে, সে ধরনের রাষ্ট্র চাই।’

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ শাফাওয়ান আক্তারের বাবা আক্তারুজ্জামান লিটন, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর প্রমুখ বক্তৃতা করেন। তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ও শহীদ পরিবারের পাশে থাকার অনুরোধ জানান।

কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জুলাই স্মৃতি উদযাপন কমিটির সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে গাছ লাগিয়ে, তাতে জুলাই শহীদদের নামফলক ঝুলিয়ে দেওয়া হয়। আয়োজকরা জানান, সারাদেশে তারা ১০ লাখের মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন।