শীতার্তদের পাশে বাঘাইহাট সেনা জোন
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায়, বয়স্ক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বাঘাইহাট জোন কমান্ডারের তত্ত্বাবধানে এই শীতবস্ত্র বিতরণ করেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি।
সেনা সূত্রে জানা যায়, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক শীতার্তের মাঝে এসব কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল)।
এ সময় অন্যদের মধ্যে সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা, নারী সংরক্ষিত আসনের ইউপি সদস্য সুমিতা চাকমা ও রিপিকা চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং একই এলাকার কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. সালমান সিদ্দিক বলেন, দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। এসব শীতবস্ত্র সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











