ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৪:১২ অপরাহ্ন

শিরোনাম

শিবচরে এক্সপ্রেসওয়েতে বখাটেদের হাত থেকে বাঁচতে গিয়ে তরুণী আহত

  • আপডেট: Saturday, July 5, 2025 - 5:53 am

শিব্বীর আহমেদ, মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বখাটেদের হাত থেকে রক্ষা পেতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী।শুক্রবার রাতে কুতুবপুর তিন নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহত তরুণীর নাম সুলতানা আক্তার (১৮)। তার বাড়ি রাজারচর পাঁচ নম্বর ওয়ার্ডের ঢালিকান্দি গ্রামে।

মেয়েটির দেয়া তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক ঝগড়ার পর সুলতানা বাড়ি থেকে বেরিয়ে যান। একাই হেঁটে কুতুবপুর এলাকায় পৌঁছালে কিছু বখাটে তার পথরোধ করে।

নিজেকে বাঁচাতে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে পাচ্চর গোলপাতা রেস্টুরেন্টের সামনে দুইজন স্থানীয় সাংবাদিক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।