শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীরা

জাগো জনতা অনলাইন।। বিমান দুর্ঘটনার পর হতাহত শিক্ষার্থীদের তথ্য গোপন এবং পরীক্ষার সময়সূচি নিয়ে অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নেমেছে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ের গেট টপকে ভিতরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা। এ সময় আইন- শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদেরর ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলির শব্দ পাওয়া গেছে। অনেক শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখা গেছে। সব মিলিয়ে সেখান পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে শিক্ষার্থী ও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অ্যাকশনে যান। পরে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুঁড়ে মারেন।
এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে ঢাকা কলেজের সামনে থেকে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের গেটে গিয়ে হামলে পড়েন। পরে সেখান থেকে শিক্ষা ভবনে আসেন। এবার তারা সচিবালয়ের সামনে জড়ো হচ্ছেন। এর আগে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গেটের ভেতরে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা এক দাবি তুলে ধরেছেন। এ সময় পুলিশ তাদের আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা সংস্কার চাই কিন্তু ফ্যাসিস্ট চাই না। শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের হাসিনার সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর মানি কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন। একই মন্ত্রণালয়ে প্রবল প্রতাপের সঙ্গে ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত চাকরি করছে, অবসরের পর আবার নসরুল হামিদ বিপুর আনুকুল্যে জ্বালানি খাতে কনসালটেন্টও হয়েছে।
শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগে আমরা ২৪ ঘণ্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।