ঢাকা | আগস্ট ২, ২০২৫ - ৩:০৪ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষায় বাজেট বৃদ্ধি চান চসিক মেয়র ডা. শাহাদাত 

  • আপডেট: Monday, February 24, 2025 - 12:44 pm
আহমদ উল্লাহ , চট্টগ্রাম : চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিশ্বে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও আমাদের দেশে শিক্ষাখাতে বরাদ্দ মাত্র ৪-৫ শতাংশ, যা কখনো কখনো আরও কমে যায়। তাই শিক্ষার বাজেট বাড়ানো অত্যন্ত জরুরি। উন্নত বিশ্বে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে শিক্ষাখাতে বাজেট তুলনামূলক কম। বাজেট বৃদ্ধি পেলে প্রতিটি স্কুল-কলেজে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মেয়র বলেন, নবীনদের সবাইকে ডিসিপ্লিনের মধ্য দিয়ে  চলতে হবে। তবে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, আমাদেরকে পুঁথিগত বিদ্যার বাইরেও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আমাদের লক্ষ্য শুধু ভাল ছাত্র হওয়া নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। কেননা, একজন ভালো মানুষ হিসেবে যদি আমরা গড়ে উঠতে না পারি তবে পরবর্তীতে সমাজে, শহরে কিংবা রাষ্ট্রে আমরা কোন অবদান রাখতে পারব না। এছাড়া, যারা আজকে বিদায় নিবে এই কলেজ থেকে, তাদেরকে আমি বলতে চাই যে, সামনে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তোমাদেরকে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। কলেজের গণ্ডি পেরিয়ে এখন প্রফেশনাল লাইফে প্রবেশ করার সময় এসেছে। হয়তো কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কেউ মেডিকেলে ভর্তি হবে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবে, আবার কেউ হয়তো অন্যান্য প্রফেশনকে লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করবে।