ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষাই জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান শক্তি – হাবীব আজম

  • আপডেট: Thursday, January 1, 2026 - 7:23 pm

রাঙামাটি প্রতিনিধি।

শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ—তাদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই আমরা একটি আলোকিত ভবিষ্যতের বীজ বপন করছি। এভাবেই শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ হাবীব আজম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ছবকদান ও নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবীব আজম বলেন, বই শুধু পরীক্ষায় পাস করার উপকরণ নয়; বই মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। শিক্ষার মাধ্যমেই মানুষ ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম ধারণ করতে হবে। একজন ভালো মানুষ না হলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। তাই শিক্ষাকে জীবনের মূল শক্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাবীব আজম বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের সময় ও মনোযোগ নষ্ট করছে। প্রযুক্তিকে জ্ঞানের সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে, আসক্তির মাধ্যম হিসেবে নয়।

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পরিষদ ধারাবাহিকভাবে শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এই উদ্যোগের অংশ।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখা এবং নৈতিক শিক্ষা প্রদান করা অভিভাবকদের দায়িত্ব। একইসঙ্গে শিক্ষকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষক একটি প্রজন্মকে আলোকিত করতে পারেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উদ্দীপনা। আয়োজকরা জানান, বছরের শুরুতেই বই বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়াবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রাঙামাটির শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ছবকদান ও ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবের এই অনুষ্ঠানে আল- আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, ইসলামিক সেন্টার রাঙামাটির ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, আল-আমিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: জাহাঙ্গীর আলম, সহ: অধ্যাপক মাও: মো. ইসমাঈল, পরিচালনায় ছিলেন মাও: মাহতাব উদ্দিন। এছাড়াও অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।