শিক্ষকদের হাত ধরেই তৈরি হয় আদর্শ মানুষ : চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি।। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিক্ষকরা শিক্ষার মূল ভিত্তি। তাঁদের হাত ধরেই তৈরি হয় আদর্শ মানুষ। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য।”
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।
রোববার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীশিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে মেয়র বলেন, “আমি সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার। আজকের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিকতার শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। নারীশিক্ষার প্রসার যত বাড়বে, সমাজ তত আলোকিত হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা জাতির সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা বেগম, রাজিয়া বেগম ও খুরশীদ জাহান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমান।