ঢাকা | নভেম্বর ৮, ২০২৫ - ৭:৩২ অপরাহ্ন

শিরোনাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ

  • আপডেট: Saturday, November 8, 2025 - 5:57 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ আমদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বিমানবন্দরে এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–১৪৮ এর যাত্রী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৫ কার্টন বিদেশি মন্ড সিগারেট, ৬টি মোবাইল ফোন, ১২টি বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

তিনি জানান, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১ হাজার ৭০০ টাকা। এসব পণ্যের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৮৭ হাজার ৫০০ টাকা।

অবৈধভাবে এসব পণ্য দেশে আনার দায়ে যাত্রী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সতর্ক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা।