ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম

শান্তিগঞ্জে সাত লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক আটক 

  • আপডেট: Monday, November 10, 2025 - 9:09 pm
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।  এসময় তাদের কাছে থেকে দুই হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  যার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ।

আটক দুইজন হলেন- সিলেটের জকিগঞ্জ থানার পীরেরচক গ্রামের আব্দুল জলিলের ছেলে হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম (৩৬) এবং শান্তিগঞ্জ থানার ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুর রহমান (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে জকিগঞ্জ থেকে একজন মাদক ব্যবসায়ী শান্তিগঞ্জ বাজারে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছেন। এই সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে অবস্থান নেন। এ সময় ডুংরিয়া সড়কের দিকে যাওয়া পথে হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম হোসেনকে সন্দেহজনকভাবে আটক করা হয় এবং তার কাছ থেকে দুই হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে অপর মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে বাজার এলাকা থেকে আটক করে।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।