ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

  • আপডেট: Friday, December 13, 2024 - 4:54 pm

মো: আশরাফ সাইদ (ইমন) : ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় প্রতিদিনই নানা দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি ও মিছিলসহ বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। এসব কর্মসূচির বাইরে বিভিন্ন পক্ষ জড়িয়েছে সংঘর্ষ-সংঘাতেও। সব মিলিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ছিল নৈমিত্তিক বিষয়। এমনই প্রেক্ষাপটে এবার পালন হতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দুদিন পর দেশের মানুষ মেতে উঠবে মহান বিজয় দিবসের আয়োজনে। দিবস দুটিকে ঘিরে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা। সারা দেশে খোলা মাঠে ও বিভিন্ন পাবলিক স্পটে থাকছে গণজমায়েত, বিভিন্ন আয়োজন ও বিনোদনমূলক অনুষ্ঠান। এই দুদিন ঘিরে যেন কোনও অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দিবস দুটি ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। তবু দিবস দুটি নির্বিঘ্নে উদযাপনে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সব ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে নজরদারি করতে থাকছে সাইবার মনিটরিং টিম।
এছাড়াও নিয়মিত টহল ও চেকপোস্ট বৃদ্ধির পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। রাজধানীতে যানজট নিরসনে নেওয়া হয়েছে ট্রাফিক পরিকল্পনা। অনুষ্ঠান চলাকালে কিছু নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচলেও সীমিত করা হয়েছে। বিকল্প পথ ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জ জানিয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১১টি সেক্টরের মাধ্যমে ৩ হাজার পুলিশের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। পুলিশ, র‍্যাব ও ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের ভেতর ও বাইরে সতর্ক অবস্থায় থাকবে।
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে রাজধানীতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। বিজয় দিবস উদযাপনে সবাই যথাযথভাবে নিজ পেশাগত দায়িত্ব পালন করবেন। বিজয় দিবসে যেসব জায়গায় লোকসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তার পরিকল্পনা করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির পুলিশ কর্মকর্তাদের।
সংস্থাটির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে ঘিরে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, নিরাপত্তা বিঘ্নিত হবে—এমন কোনও তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা ও নেই। তবু আমরা সতর্ক থাকছি, যেন কোনও ঝামেলা না হয়। সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঊর্ধ্বতনসহ এসব বিষয়ে ইন্টারনাল মিটিং করা হয়েছে। যেখানে গণজমায়েত হবে, সেখানকার দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৬ ডিসেম্বর সবার জন্য। বিজয় দিবস ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা হবে না। ট্রাফিক নিয়ে একটা কনসার্ন থাকে। ১৬ ডিসেম্বর যারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের যাতায়াতে সুবিধা দেওয়ার জন্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে।