ঢাকা | নভেম্বর ২৪, ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে প্রশাসনের প্রস্তুতি

  • আপডেট: Monday, November 24, 2025 - 8:12 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

কক্সবাজারে জেলা প্রশাসন বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন করবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে মহান দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদ, শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আলোকসজ্জা, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিজয়মেলাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

পরে সভা শেষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।