ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম

শহীদ জিয়াউর রহমান জনকল্যাণে কাজ করে গেছেন: কৃষিবিদ শামীম 

  • আপডেট: Saturday, October 4, 2025 - 1:13 pm
মোংলা, বাগেরহাট প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বিগত সরকার গণতন্ত্র হরণ করেছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর ও থানা শাখার আয়োজনে উপজেলার বিধবা, হতদরিদ্র নারী ও পুরুষ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিত্তবানদের সম্পদে দুস্তদের হক রয়েছে। সমাজের বিত্তবানের এগিয়ে এলে বাংলাদেশকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে ৩১ দফার নির্দেশনা রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সকলের কাছে দোয়া প্রার্থনা করে দেশের স্বার্থে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবু হানিফ’র সভাপতিত্বে এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ঈমান হোসেন রিপন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদ খাঁন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, মোংলা উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মো: শাহ আলম, পৌর সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক মো: সোহেল হাওলাদার, সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।