ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ৪:৩০ অপরাহ্ন

শিরোনাম

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: মির্জা ফখরুল

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 2:56 pm

জাগো জনতা অনলাইন।। নির্বাচনি আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলোর সাথে আলোচনা চূড়ান্ত করছে বিএনপি। এর অংশ হিসেবে শরিকদের ছেড়ে দেওয়া আসনে বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর সাথে আসন সমঝোতা নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, নির্বাচনি সমঝোতার আওতায় জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো— সিলেট-৫ (মাওলানা উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-২ (মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী), ব্রাহ্মণবাড়িয়া-২ (মাওলানা জুনায়েদ আল হাবিব) এবং নারায়ণগঞ্জ-৪ (মুফতী মনির হোসাইন কাসেমী)।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “দেশ এখন এক ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড (সংকটকাল) পার করছে। কিছু ব্যক্তি ও মহল ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।” তিনি নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ শীর্ষ নেতারা।