শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লংগদু জোন
মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।
পৌষের এই কনকনে শীতে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবনযাত্রা। এই কনকনে শীতে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটির লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের হেলিপ্যাড মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র—কম্বল, জ্যাকেট, প্যান্টসহ নানাবিধ শীতবস্ত্র অসহায় হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য বিভিন্ন পদবির কর্মকর্তাবৃন্দ।
জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শীতবস্ত্র হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুয়সী প্রশংসা করেন সেবাগ্রহীতারা।











