ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম

লোহাগাড়ায় এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট: Sunday, September 21, 2025 - 12:42 pm

লোহাগাড়া প্রতিনিধি।। চট্টগ্রামের লোহাগাড়ায় এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ জিহাদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলা সদরের আমিরাবাদ বটতলী এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এসির বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জিহাদের মরদেহ পাওয়া যায়। নিহত জিহাদ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের কাশারিখোলা গ্রামের শফিক ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে এশিয়া ব্যাংকের লোহাগাড়া শাখার পেছনে লাশটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা, গভীর রাতে এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আজাদুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তার মৃত্যু হয়েছে।”

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।