লোহাগাড়ায় ইয়াবাসহ বাসচালক-হেলপারসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবাসহ যাত্রীবাহী বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুর আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪) এবং একই এলাকার মো. শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।”