লুট হওয়া টাকার শূন্যস্থান পূরণে প্রয়োজন ২ লাখ কোটি টাকা: গভর্নর
জাগো জনতা অনলাইন।। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যে পরিমাণ টাকা লুট হয়েছে, তার শূন্যস্থান পূরণ করতে কমপক্ষে দুই লাখ কোটি টাকা প্রয়োজন।
বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সংগে বৈঠক শেষে এসব জানিয়েছেন গভর্নর।
গভর্নর বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা ৮ ব্যাংককে আপাতত সীমিত আকারে তারল্য যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। তবে টাকা ছাপিয়ে নয়, বরং শক্তিশালী ব্যাংকগুলো ধার দেবে ধুকতে থাকা ব্যংককে, গ্যারান্টর হবে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি বলেন, লুট হওয়ার ফলে মূলধন যোগান দিতে গেলে কমপক্ষে ২ লাখ কোটি টাকা ছাপতে হবে। উচ্চ মূল্যস্ফীতির ফলে এটা করা যাবে না। তবে দ্রুততম সময়ে ওই ৮ ব্যাংকের লুটেরাদের সম্পদ চিহ্নিত করে বিক্রির মাধ্যমে আমানতের টাকা উদ্ধারের কথাও বলেন তিনি।