প্রচ্ছদ » » লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম নগরীর নিজাম আবাসিক এলাকায় তালহা হাউজে এই কার্যক্রম অনুষ্টিত হয় ।
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সে সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সিনিয় গর্ভনর এ্যাডভাইজর লায়ন মোহাম্দ আলী চৌধুরী, লায়ন্স গর্ভনর এডভাইজর ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির এডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু রায়হান,জয়েন্ট সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, আইওয়াইসিএম এর প্রধান তত্তাবধায়ক মোহাম্মদ মহিন উদ্দিন লিটন , লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লিও মিনহাজ উদ্দিন, পাস্ট প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন, ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ ওমর হায়দার ও লিও তাহসিন প্রমুখ।