ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 1:01 pm
চট্টগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি পবিত্র রমজান উপলক্ষে গরীব ও দূঃস্থজনদের মাঝে বুধবার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
চট্টগ্রাম নগরীর নিজাম আবাসিক এলাকায় তালহা হাউজে এই কার্যক্রম অনুষ্টিত হয় ।
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সে সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সিনিয় গর্ভনর এ্যাডভাইজর লায়ন মোহাম্দ আলী চৌধুরী, লায়ন্স গর্ভনর এডভাইজর ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির এডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু রায়হান,জয়েন্ট সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, আইওয়াইসিএম এর প্রধান তত্তাবধায়ক মোহাম্মদ মহিন উদ্দিন লিটন , লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লিও মিনহাজ উদ্দিন, পাস্ট প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন, ভাইস প্রেসিডেন্ট  লিও মোহাম্মদ ওমর হায়দার ও লিও তাহসিন প্রমুখ।