ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ৬:০৪ অপরাহ্ন

শিরোনাম

লামা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নিরাপত্তা শঙ্কা প্রকাশ

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 4:19 pm

 

মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।

লামায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা প্রকাশ করেছেন জুলাই ছাত্র ও বিএনপি নেতা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা সভায় হালপরিস্থিতি নিয়ে নানান শঙ্কা উত্থাপন করা হয়। সরকার ঘোষিত ডেভিল হান্টে সেকেন্ড ফেজ কার্যকর করার জোর দাবি করেছেন জুলাই যোদ্ধা ও ছাত্ররা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও প্রার্থীদের মনোনীত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন। তিনি বলেন, ‘লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকায় একটি দোকানে গভীর রাত পর্যন্ত ষড়যন্ত্রমূলক মিটিং হয়। ফ্যাসিস্টের নেতারা সেই আড্ডায় যুক্ত হয়। সেখানে একটি কেয়াংয়ে অস্ত্রধারী লোকদের আনাগোনা ঘটে। বিগত এক মাসের মধ্যে এসব হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আনা দরকার বলে মনে করেন বিএনপির এই প্রবীণ নেতা।’

তিনি আশঙ্কা করে আরও বলেন, ‘এভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিটিং হয়। এর ফলে অস্ত্রধারীরা কাউকে মেরে চলে গেলে এর দায়িত্ব কে নেবে? সুতরাং রাত ১০টার পর সব ধরনের মিটিং বন্ধ রাখতে হবে।’

সভায় জুলাই ছাত্র প্রতিনিধি এমদাদুল হক মিলন বলেন, ‘ফ্যাসিস্ট শক্তির এখনো সক্রিয়তা রয়েছে। যাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল; সেই নিষিদ্ধ ছাত্রলীগ এখনো লামায় দাপিয়ে বেড়াচ্ছে। সুযোগ বুঝে তারা যে কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণামতে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্বাভাবিক রাখতে ডেভিল হান্টে ২য় দফা বাস্তবায়ন দরকার, নচেৎ জুলাই যোদ্ধারা অনিরাপদ,’ বলে সভায় আশঙ্কা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা সভায় লামা উপজেলা জামায়াতের আমির কাজী ইব্রাহীম বলেন, ‘বিগত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় জনৈক আওয়ামী নেতা “জয় বাংলা” স্লোগান দেন, যার প্রতিবাদ জানানো হয়।’ সভায় লামা সদর ও রূপসীপাড়া ইউপি চেয়ারম্যানগণ বলেন, চলতি মৌসুমে চাষিরা নদী ও ঝিরির পানির ধার ঘেঁষে তামাক চাষ করেছেন। জনপ্রতিনিধিরা আরও জানান, সন্ত্রাস নিয়ন্ত্রণে রাত ১০টার পর অপরিচিত লোকজনের আনাগোনা ঠেকাতে হবে।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা। সভায় জনপ্রতিনিধি, দপ্তরিক প্রধানগণ, সাংবাদিক ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিরাপদ রাখাসহ সাধারণ মানুষের আস্থা তৈরি করে সুন্দর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। হ্যাঁ ও না ভোট সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা কমিটির সচিব লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল বলেন, ‘ডেভিল হান্টে ও যে কোনো অপরাধ, সন্দেহভাজন ব্যক্তি কিংবা নাশকতার ইঙ্গিত মনে হলে ওসি ও পুলিশের যে কোনো সদস্যকে জানানোর অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

শেষে সমন্বয় সভায় দপ্তরিক প্রধানরা সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ ও যাবতীয় কার্যাদির অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।