ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

লামায় ৫ হাজার ইয়াবাসহ নারীসহ ৪ রোহিঙ্গা আটক

  • আপডেট: Sunday, September 28, 2025 - 8:49 am

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন নারী রয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশী এলাকার হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) ও শাহানু আক্তার (৩৫)। তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লামা থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে এসআই জামিল আহমদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আটকরা কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তারা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ পার্শ্ববর্তী এলাকায় পাচার করত।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আরও প্রতিরোধ করা সম্ভব হবে।