ঢাকা | নভেম্বর ১, ২০২৫ - ৯:১৯ অপরাহ্ন

শিরোনাম

লামায় হেফজখানার ৩২ ছাত্রকে পাগড়ি প্রদান

  • আপডেট: Saturday, November 1, 2025 - 6:02 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন ও প্রবীণ হাফেজদের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা হলরুমে লামা কেন্দ্রীয় হেফজখানা পরিচালনা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এবং লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, আর সঞ্চালনা করেন লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেকি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহের। বিশেষ বক্তা ছিলেন চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা ক্বারী নুরস সোলতান এবং শিক্ষা সচিব হযরত মাওলানা মোজাহের আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা ও কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শহিদুল হক, এবং লামা ফাজিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন প্রাক্তন ছাত্র হাফেজ বাছিত খান সাইদী। পরে অতিথিবৃন্দ হেফজখানার ৩২ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন।

বক্তারা বলেন, পবিত্র আল-কোরআন মুখস্থকারী হাফেজরা ইসলামের শ্রেষ্ঠ দানপ্রাপ্ত ব্যক্তি, এবং কোরআনের হেফজ সমাজে আলো ছড়ানোর অন্যতম মাধ্যম। অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, অভিভাবক ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।