লামায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামায় ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫’ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ মঈন উদ্দিন প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া লামা পৌরসভা, লামা থানা-সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এই উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের এক মর্মান্তিক দিনের স্মৃতিচারণ করা হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস প্রয়াস সেদিন গোটা জাতিকে হতবিহ্বল করে দেয়।
পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সামরিক আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা সার্কেল এএসপি মোঃ মাসুম সর্দার, কৃষিবিদ আশরাফ উজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, মেডিকেল অফিসার মোঃ সোলাইমান, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ এবং লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল। অনুষ্ঠানে দোয়া কামনায় মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহীম সাদেকী।











