লামায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ-এর মশাল মিছিল ও সড়কে আগুন : গ্রেফতার ১
মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় মশাল মিছিল করেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
এছাড়া বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটির সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ-আলামত মেলাতে পারেনি পুলিশ। পুলিশ ধারণা করছে, ইসলাম নামের এক পাগল প্রায়ই এমন কাণ্ড ঘটিয়ে থাকেন।
এসব ঘটনায় বৃহস্পতিবার রাতব্যাপী অভিযান চালিয়ে লামা থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি রফিক আলম (৪৩), ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
জানা যায়, লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন।
ওই মিছিলে ২০-২৫ জন লোক উপস্থিত ছিল। মশাল মিছিলে উপস্থিত প্রত্যেকের হাতে মশাল ছিল। তারা “বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি” ও “১৩ তারিখ লকডাউন সফল করুন” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে লামা বাজারে মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের যৌথ মিছিলে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথ সরব হয়ে উঠেছে। মিছিলে “ঠাঁই নাই ঠাঁই নাই, মুজিব লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়” এসব স্লোগান দেয় তারা।
কুতুব উদ্দিন (৩৫) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড কুরকপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য ছিলেন।
এদিকে লামার ৫নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে বৃহস্পতিবার ভোরে সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনাটিও নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ১৩ নভেম্বর লকডাউন সফল করতে এই আগুন লাগানো হয়েছে বলে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অভিযোগ।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোরা-গোপ্তা মিছিল এবং এদের পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করার অভিযান চলমান।











