লামায় প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তির প্রতিবাদে ম্রো জনগোষ্ঠীর মানববন্ধন
মুহাম্মাদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।
লামা উপজেলার ২৮৫নং সাঙ্গু মৌজার অংশে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বেআইনি দখল, প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে ম্রো জনগোষ্ঠী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজায় শতাধিক ম্রো জনগোষ্ঠী মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে বলা হয়, আলীকদমের উঃ উইচারা ভিক্ষু ও তৈন মৌজার হেডম্যান মংক্যনু মার্মা মারাইনতং পাহাড়ে রিসোর্ট নির্মাণের উদ্দেশ্যে ম্রোদের উচ্ছেদ, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করে আসছেন। ম্রোরা চাঁদা না দেওয়ায় তাদের জুমঘর ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা হলে প্রশাসন যৌথ তদন্তে ভাঙচুর ও লুটের সত্যতা পায় এবং বিরোধীয় ভূমিতে কোনো নির্মাণ না করার নির্দেশ দেয়।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উঃ উইচারা ভিক্ষুগণ মারাইনতং পাহাড়ে পর্যটন কটেজ ও পডহাউজ নির্মাণসহ বাণিজ্যিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি প্রশাসনের সীমানা নির্ধারণ কার্যক্রমে বাধা দিতে তারা উসকানিমূলক স্লোগান ও সমাবেশের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের বিরুদ্ধে হেডম্যান মংক্যনুর অবস্থান নেওয়া ধৃষ্টতার পরিচায়ক। দ্রুত সময়ে বিরোধীয় ভূমি ও মৌজা সীমানা নির্ধারণ করে বিরোধ নিষ্পত্তির দাবি জানান সাঙ্গু মৌজার ম্রো জনগোষ্ঠী।











