লামায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
লামা (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাসহ বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা-এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৫ জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে এফআইআরভুক্ত ও বিভিন্ন মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের লামা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম (৪৩) কে গ্রেপ্তার করা হয়। তাকে লামা থানার এফআইআর নং-১, তারিখ ১২ নভেম্বর ২০২৫ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
একই দিনে উপজেলার আজিজনগর ইউনিয়ন এলাকা থেকে জিআর-০৯/১০, লামা থানার মামলা নং-০৯, তারিখ ২১/০১/২০১০-এর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ১৬ জানুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে জিআর-৪৬/২৩, লামা থানার মামলা নং-০১, তারিখ ০২/০৫/২০২৩-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. এহেছান (৩৯) এবং অপর একটি অভিযানে লামারমুখ গ্রামে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদের ওপর থেকে জিআর-৭৯/২৫, লামা থানার মামলা নং-০২, তারিখ ০৪/০৮/২০২৫-এর আসামি মো. জসিম উদ্দিন (২৪) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত মোট ৬ জন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বান্দরবান জেলা পুলিশ সুপার-এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল)-এর সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে লামা থানা পুলিশ সকল প্রকার অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।











