লামায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি গভীর রাতে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহন কামালের নেতৃত্বে পুলিশের একটি দল লামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চম্পট মুরুংপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাইংপা মুরুং (৪৯) নামের ওই আসামীকে তার বসতঘর (মাচাংঘর) থেকে ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাইংপা মুরুং মৃত রাংলাই মুরুং ও ক্রোংপা মুরুংয়ের সন্তান।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) লামা থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলীকদম থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা-১৯(ক), ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা এবং মামলা নং-৪ , জিআর নং-১৩৯/২০০২, ধারা-৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর আওতায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এসব মামলায় তার বিরুদ্ধে জিআর সাজা পরোয়ানা জারি ছিল।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় লামা থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ইং।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।











