লামায় কাফনের কাপড় পরে ইটভাটা শ্রমিকদের আন্দোলন
মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটা শ্রমিকরা কর্মসংস্থান ধ্বংসের আশঙ্কায় কাফনের কাপড় পরে অনন্য রকমের আন্দোলনে নেমেছেন। রোববার সকাল ১০টায় লামা-ফাইতং সড়কে শত শত শ্রমিক অবস্থান নিয়ে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়ি বহরের সামনে শুয়ে তীব্র প্রতিবাদ জানান।
শ্রমিকরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধে বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের চলমান অভিযান তাদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলেছে। স্থানীয় সূত্র জানায়, ফাইতং ইউনিয়নের প্রায় ২৫টিরও বেশি ইটভাটায় ১৫ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। এই কর্মসংস্থান বন্ধ হলে হাজারো শ্রমিক পরিবার অর্থসঙ্কটে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
অন্যদিকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করছে। পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের তীব্র প্রতিরোধের মুখে অভিযান দল কিছুটা চাপের মধ্যে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার দাবি করেন, “পার্বত্য এলাকার কাছাকাছি স্থানে ইটভাটা চললেও আমাদের এলাকায় অনুমতি দেওয়া হচ্ছে না। প্রশাসনের এই বৈষম্যমূলক আচরণ আমাদের বিস্মিত করেছে।”
আন্দোলনরত শ্রমিকরা ঘোষণা দেন, “জীবন দিয়ে হলেও হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ধ্বংস হতে দেব না।”
বিষয়টি জানতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।











