লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও দুর্নীতি বিরোধী দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রোকেয়া দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, পুলিশ প্রতিনিধি এসআই নওফেল।
বক্তারা বলেন, কোরআন-হাদিসের আলোকে নারীদের সম্মান-অধিকার সুনিশ্চিত করতে হবে। সমাজের নির্মম বাস্তবতার চিত্র হচ্ছে—যৌতুকের বলি, নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনা। এই অবস্থা থেকে উত্তরণে নারীদের ভূমিকা মুখ্য। এবারকার প্রতিপাদ্য ছিলো— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” সভায় প্রধান অতিথি বলেন, নারীর প্রতি নারীরাই বেশি দায়িত্বশীল হলে সমাজে-সংসারে শান্তি থাকবে। অনুষ্ঠানে অদম্য নারী হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এরা হচ্ছেন—মাজেদা বেগম, শরাবান তহুরা ত্রিপুরা ও উষামপ্রু মার্মানী। দিবস উপলক্ষে কন্যাশিশুরা সাইকেল শোভাযাত্রা করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দুদকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ ইমতিয়াজ। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসের অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, পুলিশ প্রতিনিধি এসআই নওফেল ও দুদক কমিটির সেক্রেটারি আব্দু শুক্কুর।











