লামায় অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ২৫ হাজার ঘনফুট বালি জব্দ

নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালি জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী সরই খালে অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ২৫ হাজার ঘনফুট বালি জব্দ করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
এর আগে একই দিন সরই ইউনিয়নের তিনটি পয়েন্টে বৈধ বালু নিলাম কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা প্রশাসন। কিন্তু নিলাম শেষে ৭নং ওয়ার্ডের আমতলী এলাকায় শেলু মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ বালি জব্দ করা হলেও অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইউএনও মো. মইন উদ্দিন বলেন, নদী ও খালের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।