ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম

লক্ষিকোলা সেতু তো নয়, যেন মৃত্যু ফাঁদ

  • আপডেট: Friday, February 21, 2025 - 9:13 am

আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষিকোলা গ্রামে নির্মিত সেতুটির রেলিং ও পিলাড় ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ৮ টি গ্রামের দশ হাজার মানুষ। জরুরী রোগী সহ কৃষিপণ্য বহনে ঘুড়তে হয় অতিরিক্ত ১২ কিলোমিটার রাস্তা।

জানা যায়, রায়গঞ্জ পৌর এলাকায় ১টিসরকারি কলেজ,১টি মহিলা কলেজ কয়েকটি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, জর্দ্দা ও তাঁত শিল্প আছে। পূর্ব লক্ষিকোলা ঝিনাইগাড়ী দহ খালের উপড় নির্মিত সেতুটির দু’পাশের রেলিং ভাঙ্গা এবং সেতুটির নিচের সবকটি পিলারের গায়ের ঢালাই ও ইটের গাঁথুনি ভেঙ্গে যানবাহন চলাচলের অনুপযোগী হয়েপড়েছে। এই সেতুটি দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ যাতায়াত করে।

এই গ্রামের ডা: আব্দুস ছালাম, সুমন হোসেন ও রিয়াদ জানান, এই ব্রিজটি প্রায় পঁঞ্চাশ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। বর্তমান দেখে মনে হয় এটা ব্রিজ না যেন মরন ফাঁদ। যেকোন সময় ভেঙ্গে পড়ে ঘোটতে পারে দুর্ঘটনা।এই এলাকায় স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও মিল কারখানার সুবাদে প্রতিদিন ১০ হাজারের মতো মানুষ এই সেতু দিয়ে পায়ে হেঁটে চলাচল করে। এলাকার কোন জরুরি রোগীকে হাসপাতালে নিতেহলে এবং কৃষকদের ধান চাল বিক্রির জন্য অন্য পথে ১২ কি: মি: রাস্তা ঘুড়ে যেতে হয়। এতে করে অনেক সময় রোগীকে হাসপাতালে পৌছানর আগে রাস্তাতেই মৃত্যু হয়।

শিক্ষার্থী ছুমাইয়া, শফিকুল, তামান্না জানান, এই সেতু দিয়ে গাড়ি না চলায় প্রতিদিন ৫ কি : মিটার রাস্তা পায়ে হেটে স্কুল কলেজে জেতে হয়। দুর্ঘটনা এড়াতে ও চলাচলের সুবিধার্থে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান পথচারী সহ স্থানীয় লোকজন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, এই মুহুর্তে এলজিইডির তেমন কোন বাজেট নেই। সেতুটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। পাশ হয়ে আসলেই সেখানে একটা সেতু নির্মাণ করা হবে।