রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে এসব কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন পিসিসিপি লংগদু উপজেলার সভাপতি সুমন তালুকদার। সঞ্চালনায় ছিলেন লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দিন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পিসিসিপি লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ।
বক্তারা বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে পিসিসিপির কার্যক্রম আরো জোরদার করবে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনের কার্যক্রম প্রসারিত করবে। স্থানীয় জনগণের জন্য কাজ করা। এছাড়া এই কমিটি স্থানীয় সমস্যা সমাধানে এবং পাহাড়ে বাঙালিদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, সংগঠনটি এর আগে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। তাই বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।