লংগদুর মেধাবী ছাত্র আলামিনের পড়াশুনার দায়িত্ব নিলো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি জেলার অন্তগত লংগদু উপজেলার জারুল বাগান গ্রামের আবদুল করিমের ছেলে
মো আলামিন তাকে পিসিএনপির সহযোগিতায় সকল পড়াশুনার খরচ বহন করার দায়িত্ব গ্রহন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
বুধবার(৩লা জানুয়ারি) সকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ দায়িত্ব গ্রহনের কথা জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মজিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিসিসিপি মনিটরিং আহ্বায়ক ও পিসিএনপির সিঃ সহ সভাপতি শেখ আহম্মেদ রাজু,পিসিএনপির কেন্দ্রিয় দপ্তর সম্পাদক শাহ জালাল এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিসিএনপির চেয়ারম্যান বলেন,আমরা আজ থেকে লংগদু,রাঙ্গামাটির জেলার ছেলে আলামিনের সকল পড়াশুনার খরচ দিবো ইনসআল্লাহ। আমি যতদিন বেচে আছি তিন জেলা এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,আমরা কিছুদিন আগেও বান্দারবনে প্রায় শতাদিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছি।
ছাত্রদের পাশে ও পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত মানুষের পাশে আমরা ছিলাম এবং থাকবো শেষ নিশ্বাস পর্যন্ত।
অতপর পিসিসিপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন,আমরা এর আগেও এ মানবিক কার্যক্রম গুলো করে আসছি।
পিসিএনপিন চেয়ারম্যান ও পিসিসিপির মনিটরিং আহ্বায়ক শেখ আহম্মেদ রাজু ভাই এর দিকনির্দেশনায় মানবিক কার্যক্রম গুলো চলমান রাখবো।
আজ আলামিন সে দুর্গম লংগদু উপজেলা থেকে যিনি পি এস সি A+, জি এস সি তে A,এস এস সি তে A+ ও এইচ এস সি তেও A+ অর্জন করেছেন।আমরা আশা রাখবো সে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উৎতীর্ণ হয়ে তার স্বপ্নের লক্ষে আগাবে সে পর্যন্ত তার সকল পড়া লেখার খরচ বহন করবেন পিসিএনপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।